২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-২৬, ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম অধ্যায় : আকাইদ-বিশ্বাস
-

প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘প্রথম অধ্যায় : আকাইদ-বিশ্বাস’ থেকে ১টি বর্ণনামূলক প্রশ্নœ নিয়ে আলোচনা করা হলো।
প্রশ্ন : আল্লাহ তায়ালা সম্পর্কে জানা ও ইমান আনার জন্য আমাদের কী কী জানা জরুরি?
উত্তর : আল্লাহ তায়ালা এক ও অদ্বিতীয়। তাঁর কোনো শরিক নেই। তিনি মহান ও পবিত্র। তিনি আমাদের প্রতিপালক। তিনি সর্বত্র বিরাজমান আছেন এবং চিরকাল থাকবেন।
আল্লাহ তায়ালার পরিচয় : নিম্নে আল্লাহ তায়ালার পরিচয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হলো-
১. সৃষ্টিকর্তা : আল্লাহ বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। পৃথিবী ও পৃথিবীর বাইরে দৃশ্য ও অদৃশ্য সব তিনি সৃষ্টি করেছেন। পবিত্র কুরআনে আছে ‘আকাশ ও পৃথিবী এবং এ দুয়ের মাঝে যা আছে সবই আল্লাহ সৃষ্টি করেছেন।’
২. এক ও অদ্বিতীয় : আল্লাহ এক ও অদ্বিতীয়। তাঁর কোনো শরিক নেই। কুরআনে বলা হয়েছে, ‘আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তাঁর কোনো শরিক বা অংশীদার নেই।’
৩. সর্বশক্তিমান : আল্লাহ সর্বশক্তিমান। সৃষ্টি জগতের সব কিছু তাঁর আদেশে পরিচালিত। আল্লাহ কুরআন মাজিদে বলেছেন- ‘নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান।’
৪. অসীম দয়ালু : আল্লাহ অসীম দয়ালু ও করুণাময়। মানুষসহ সকল সৃষ্টিজীব তাঁর দয়ায় বেঁচে আছে। কুরআন মাজিদে আছে- ‘নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল ও পরম দয়ালু।’
৫. পালনকর্তা : আল্লাহ আমাদের পালনকর্তা। তাঁর নেয়ামতের উপর নির্ভর করে আমরা বেঁচে আছি। সূরা হুদ-এ আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন,
‘ভূপৃষ্ঠে যত প্রাণী আছে সকলের খাদ্য দানের দায়িত্ব আল্লাহ তায়ালার।’
৬. সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা : আল্লাহ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। বিশ্বজগতের কোনো কিছুই তাঁর দেখা ও শোনার বাইরে নেই। পবিত্র কুরআন মাজিদে আল্লাহ তায়ালা বলেছেন- ‘নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা।’
৭. সর্বজ্ঞানী ও সহনশীল : আল্লাহ বিশ্বের সর্বজ্ঞানী ও অতি সহনশীল। তাঁর মতো জ্ঞানী ও সহনশীল কেউ পৃথিবীতে নেই। পবিত্র কুরআন মাজিদে আল্লাহ তায়ালা বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞানী ও অতি সহনশীল।’
৮. জীবনদাতা ও মৃত্যুদাতা : আল্লাহ সকল জীবজন্তুর জীবনদাতা ও মৃত্যুদাতা। তিনি ইচ্ছা করলেই জীবন দান করতে পারেন আবার ইচ্ছা করলেই কারো জীবন হরণ করতে পারেন।
বিশ্বজগতের সকল সৃষ্টির দিকে গভীরভাবে তাকালেই আল্লাহ তায়ালার ক্ষমতা ও পরিচয় সম্পর্কে উপলব্ধি করা যায়।


আরো সংবাদ



premium cement